দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর ১৯তম মৃত্যু বার্ষিকীতে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন   |   জাতীয়


 দ্বীপবন্ধুর কাছে রাজনীতির চেয়ে সন্দ্বীপই ছিল বড়।তিনি  কখনো কাউকে ছোট-বড় করে  দেখতেন না।তার  রাজনীতির  মূল উদ্দশ্যই ছিল অসহায় মানুষে পাশে দাঁড়ানো ও তাদের পক্ষে হয়ে কাজ করা। তিনি সাদাকে সাদা ও কালোকে কালো বলতে ভালোবাসতেন।তিনি সব সময় ন্যায়ের পক্ষে ছিলে, অন্যায়ের কাছে আপোষহীন ছিলেন।তিনি যখন সন্দ্বীপের সাংসদ সদস্য হন।সন্দ্বীপ বাসীকে উন্নয়ের এক চমক উপহার দেন।এক কথায় বলতে গেলে সন্দ্বীপের  রুপকার। তিনি সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ বুকে লালন করে চলতেন।

সব সময় অন্যায়ে বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠসর ছিলেন।তিনি ন্যায়,নীতি থেকে কখনো বিচ্ছুতি  হন নি।সন্দ্বীপের মানুষের  হৃদয়ে গেঁথে রয়েছেন।  সন্দ্বীপের এক আদর্শ র্কীতিমান মানুষ ছিলেন।তার তুলনায় সে শুধু নিজে হয়।অগণিত কাজ করে গেছে এই দ্বীপ বাসীর জন্য।


মুস্তাফিজুর রহমানের নিখাদ সন্দ্বীপ প্রেমের অনন্য উদাহরণ ঢাকায় তাঁর বাণিজ্যিক ভবনের নাম ‘সন্দ্বীপ ভবন’, পরিবহন ব্যবসার নাম ছিল ‘সন্দ্বীপ পরিবহন’, পত্রিকার নাম ছিল ‘সাপ্তাহিক সন্দ্বীপ।সন্দ্বীপ প্রেমী হিসেবে তিনি প্রমাণ রেখে যান।


২০ অক্টোবর ২০২০রোজ বুধবার সন্দ্বীপ খ্যাত চট্টগ্রাম- ০৩ সাবেক সাংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর ১৯ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিলের আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সঞ্চালনকারী  ছিলেন,

সন্দ্বীপ উপজেলার ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন। 


উক্ত শোক সভায় মাননীয় এমপি মহোদয় মাহফুজুর রহমান বলেন, আমি আমার বাবার আদর্শ বুকে লাল করে চলি।পিতার  আদর্শ  পালন  করে যেতে যতা সাধ্য

চেষ্টা করে যাচ্ছি।তিনি সবার কাছে পিতার  আত্মার মাগফিরাত কামনা করছেন।


উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা

আওয়ামীলীগের সাধারন সম্পাদক

  মাঈন উদ্দীন মিশন,   সারিকাই  ইউনিয়নের  চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, উপজেলার যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্ত।

মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল বিপুল,সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, সন্দ্বীপ উপজেলা শাখা সভাপতব মোঃ ফারুক আহমেদ, সাধারন সম্পাদক -নুরুল আফসার সাইফুল,

মোঃ জাকির হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মানসাদ, সবুজ দাশ, প্রলয় দাশ, প্রান্ত মজুমদার,সাজু মজুমদার,রাজু চৌধুরী,টুটুল কর্মকার,জাহিদ শাহারিয়া সাকিল,মোঃশাহাজান, প্রমুখ।উক্ত শোক সভা দোয়া, মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শেষ হয়।

জাতীয় এর আরও খবর: