যশোরের সদর উপ-নির্বাচনে নৌকা প্রার্থী বিপুল ভোটে জয়ী।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করেছে। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৯ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নূর উন নবী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৯৪ ভোট। ২লাখ ৬৩ হাজার ৬২৫ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে যশোর সদর উপজেলা পরিষদে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
এর আগে, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বৃদ্ধির সাথে সাথে উপস্থিতি কিছুটা বাড়ে। কেন্দ্রে নৌকার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
দিনব্যাপী ভোটগ্রহণ চলাকালে সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের লম্বা লাইন। হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি ব্যবস্থা ছিলো প্রতিটি কেন্দ্রে। ভোটারদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করার পরেই সেই ভোটারের ভোট গ্রহণ করেছে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা। যারা মাস্ক আনতে পারেনি নির্বাচন অফিস থেকে মাস্ক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সরকারি এম এম কলেজ কেন্দ্রে যেয়ে দেখা গেছে, প্রতিটি বুথের আগে স্বাস্থ্য সামগ্রী ছিলো। সেখানে তরুণ ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে আসা মসজিদ গেট এলাকার ভোটার নমিতা রাণী বলেন, সকাল বেলায় ভোটারদের উপস্থিতি কম থাকে তাই ভোট শুরুর প্রথম দিকে ভোট দিতে এসেছি। জীবনের প্রথম ভোট দিলাম। ঝামেলা ও স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়ে আসলাম।
দুপুর দেড়টার দিকে যশোর শহরের সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ভোটের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট হন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের উদ্দেশ্যে রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনেই ভোট হচ্ছে। ভোট সুষ্ঠু হচ্ছে। আওয়ামী লীগের সরকার যে উন্নয়ন করেছে তার ফিডব্যাক হিসাবে আবারো আওয়ামী লীগের প্রার্থীকে জনগণ ভোট দিচ্ছে। জনগণ যে রায় দিবে সেটাই আওয়ামী লীগ গ্রহণ করবে। এর আগে বেলা সাড়ে ১১ টায় এই কেন্দ্রে ভোট দেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। এসময় নীরা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সরকার দেশের বিভিন্ন জায়গার মতো সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমার বিশ্বাস জনগণ নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবে। আমি জয়ী হলে সদর উপজেলাকে স্মার্ট মডেল উপজেলা তৈরিতে কাজ করে যাবো। সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ে নারী ও পুুরুষ ভোটার ৬ হাজার ২শ’। সকাল ৯ টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হাসান বলেন, সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত শতকরা ৪০ ভাগ ভোট কাস্ট হয়েছিলো বলে জানান তিনি।
সকাল ১০ টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে প্রথমে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এ কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর ১২ টা পর্যন্ত এ কেন্দ্রে শতকরা ২০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানান এ কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম। এদিকে অন্যান্য কেন্দ্রের চেয়ে যশোর শহরের শতদল পৌর প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিলো ভিন্ন। দুপুরের আগেই এই কেন্দ্রে শতকরা ৫৯ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনারুল আজীম। এই কেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্য সালাম মোর্শেদী জানান, সকাল থেকে এই কেন্দ্রে ভোটাদের উপস্থিতি ছিলো বেশ। দ্রুত ভোট দিয়ে যার যার বাড়ি চলে গেছে। তাই ভোটাদের ভোটার মাঠে উপস্থিত কম রয়েছে। যারা আছে দুই প্রার্থীই কর্মীর সমার্থক। সদর উপজেলার মন্ডলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী-পুরুষের ছিলো দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধি মানতে আনছার সদস্যদের কাজ করতে দেখা গেছে। একজন করে ভিতরে ঢুকিয়ে ভোটারদের ভোট গ্রহণ করছেন নির্বাচনে পুলিং অফিসাররা। এই কেন্দ্রে ভোট দিতে আসা পুরুষ ভোটার আক্তার হোসেন জানান, মাঠে কাজ ছিলো। তাই কাজ শেষ করে ভোট দিতে আসলাম। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাচ্ছি। এছাড়া মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ সুজলপুর প্রাথমিক বিদ্যালয়েও ভোটারদের উপস্থিতি ছিলো স্বাভাবিক।
দুপুর আড়াইটার সময় শহরের মাহমুদুর রহমান বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে আশাব্যঞ্জক ভোটারের উপস্থিতি ছিলো। এই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আলফাজ হোসেন জানান, তার এই কেন্দ্রে ২ হাজার ৫৮৮ জন ভোটার। দুপুর ২ টা পর্যন্ত তার এই কেন্দ্রে শতকরা ৪০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সুষ্ঠু ও স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, দুপুর ১২ টার দিকে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বা কেউ হুমকি না দিলেও বিএনপির এজেন্টরা ভোট কেন্দ্র থেকে চলে যায়।
বিকাল সাড়ে ৩ টায় যশোর উপশহর বালিকা বিদ্যালয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি কম। জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান জানান, এই কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিলো ভালো। তার এই কেন্দ্রে ৭টি বুথ ও ২ হাজার ৭৫০ জন ভোটার রয়েছে। বিকাল ৩ টা পর্যন্ত তার এই কেন্দ্রে শতকরা ৪৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। সকাল থেকে কোন বিএনপির এজেন্ট ছিলো না বলে জানান তিনি।
এই কেন্দ্রের পোলিং অফিসার সেলিনা রহমান জানান, আমরা ভোট কেন্দ্রের বুথে আসার আগ