রুয়েটে ১১ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরণ।

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:১৭ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত হোসেন রাজশাহীঃ আজ বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের ২১৭ নং রুমে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল) এর উদ্যোগে সহকারী অধ্যাপকবৃন্দের ১১ (এগারো) দিনব্যাপী “ ফাউন্ডেশন ট্রেনিং” -এর সার্টিফিকেট প্রদান এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন। আরোও উপস্থিত ছিলেন পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। উল্লেখ্য,রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ (১১-২১ অক্টোবর, ২০২০) এগারো (১১) দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী দিনে বিভিন্ন বিভাগের মোট ৭৩ জন সহকারী অধ্যাপকবৃন্দে মাঝে সার্টিফিকেট প্রদান করেন।

জাতীয় এর আরও খবর: