শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ।

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৩:৩৮ পূর্বাহ্ন   |   জাতীয়


জিয়াউল ইসলাম, ব্যুরো প্রধান খুলনাঃ 

 শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলাধীন সন্তোষপুর গ্রামে গরীব ও দুস্থ্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ব বিদ্যালয় (কুয়েট) এর জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এর স্বর্গীয়া মাতা অনিতা রাণী মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় আজ ২১ অক্টোবর বুধবার সকালে সন্তোষপুরস্থ নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্বর্গীয়ার স্বামী খুলনা নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মজুমদারসহ পরিবার এবং গ্রামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ জানুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় অনিতা রাণী মজুমদার মৃত্যুবরণ করেন।

জাতীয় এর আরও খবর: