বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত।

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:০৮ অপরাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষ ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা মহিষ ভাঙ্গা এলাকায়  ট্রাক ঢাকা মেট্রো - ট ২২-৩৭ ০৫ ও রাজকীয় পরিবহন ঢাকা মেট্রো- ব ১১-৫৮ ৬২ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার রাজবাড়ী এলাকার তারেক মারা যান। এ সময় আহত হয় অন্তত বাসের ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , আমেনা হাসপাতাল এবং পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার মারা গেছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জাতীয় এর আরও খবর: