নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদানের নগদ অর্থ তুলে দেন মহব্বত।

নাটোর প্রতিনিধি:
লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মটর সাইকেল সোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ টাকা অনুদান করেন ৩ নং চংধুপইল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ও আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা ডাঃ এম আর মহব্বত
। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ঘোষপাড়া পূজা কমিটির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অনুদানের নগদ অর্থ তুলে দেন সভাপতি শৈলেন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষ এর হাতে, আব্দুলপুর কর্মকার পাড়া মন্দির কমিটির সভাপতি শ্রীঃ সাগর কুমার ও সাধারণ সম্পাদক শ্রীঃ স্বপন কুমার হাতে ও চংধুপইল পাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রীঃ শ্যামল কুমার পাল ও সাধারণ সম্পাদক শ্রীঃ দ্বিজেন্দ্র নাথ পাল এর হাতে তুলেদেন এবং এলাকার ঐতিহ্যবাহী পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন ও তাদের খোঁজ খবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান । এসময় উপজেলা আ.লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।