ঝিকরগাছার বারবাবপুর মাদ্রাসা মাঠে ফ্রেন্ডস ক্লাব ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত।

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১২:৫৫ পূর্বাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 শুক্রবার বিক‌ালে যশোরের ঝিকরগাছার বারবাকপুর মাদ্রাসা মাঠে বারবাকপুর ফ্রেন্ডস ক্লাব আয়ো‌জিত ১৬ তম বীর‌শ্রেষ্ট নূর মোহাম্মদ স্মৃ‌তি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়। ঝিকরগাছার শিমু‌লিয়া ফুটবল একাদশ বনাম শার্শা লক্ষনপুর ফুটবল একাদশ। ফাইনাল খেলা উপলক্ষে আয়ো‌জিত অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন,


যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমু‌ক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। বি‌শেষ অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, ঝিকরগাছা থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

       

ফ্রেন্ডস ক্লাবের সভাপ‌তি প্রভাষক লিয়াকত আলীর সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠানে ‌আরো উপ‌স্থিত ছিলেন, 


যশোর জেলা যুবলীগের সহসভাপ‌তি আজাহার আলী, উপ‌জেলা আওয়ামীলীগের স‌াবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, উপ‌জেলা ছাত্রলীরগর সাবেক সভাপ‌তি র‌ফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা শা‌হিদুর রহমান শিপলু, এমামুল হা‌বিব জগলু,  মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গঙ্গানন্দপুর ইউ‌নিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর  রহমান, গদখালী ইউ‌নিয়ন আওয়ামীলীগ নেতা প্রভাষক আশরাফ আলী, শ‌হিদুল ইসলাম খোকন ,মাহাবুবুর রহমান দুলাল, মেম্বর র‌ফিকুল ইসলাম, শিমু‌লিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ সভাপ‌তি ম‌তিয়ার সরদার, ত‌রিকুল ইসলাম, যশোর জেলা ট্রাক ও ট্যাংলরী শ্র‌মিক ইউ‌নিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সরদার।   


খেলায় শিমু‌লিয়া একাদশ,লক্ষনপুর একাদশ কে ৩-০ গোলে পরা‌জিত হয়ে চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ‌করে। খেলা প‌রিচালনা করেন রেফারী বাসেত আলী। চমৎকার ধারাভাষ্য প্রদান করেন আবু রায়হান রাজ, প্রমূখ।

জাতীয় এর আরও খবর: