আলোচিত বার্তার মাদারীপুর জেলা প্রতিনিধি পিতার মৃত্যু, আলোচিত বার্তা পরিবারে শোক

আজ আলোচিত বার্তার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন পরাগ মোল্লার আব্বা মোলভী ওয়াসিম উদ্দিন মোল্লার ছোট ছেলে মরহুম কোমর উদ্দিন মোল্লার ছোট ভাই বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় না ফেরার দেশে চলে গেলেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,তার নামাজের প্রথম জানাজা হবে আগামীকাল সকাল ৮ ঘটিকার সময়।, স্হান ঃ- কালকিনি ঈদগাহ ময়দান। ২ য় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯ ঘটিকায়। মরহুমের নীজ গ্রামের বাড়ীতে, (আমার গ্রামের বাড়ীতে) আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্হাল সুইজ গেইট জামে মসজিদ প্রাঙ্গণে।আলোচিত বার্তা পরিবার শোকাহত।