গোপালগঞ্জ মুকসুদপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
কাজী ওহিদ,
উপজেলা পর্যায়ে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-
২০২১ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায়
৩ জানুয়ারী ২০২২ তারিখে ফারুক খান মিলনায়তনে মুজসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ সকাল ১০টায় মেলার শুভ উদ্বোধন করেন। বিকাল ৪টায় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক মোঃ,সহিদুল ইসলাম, মুকসুদপুর পাইল্ট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমৃত লাল মজুমদার,সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ মুকসুদপুর উপজেলায় প্রজেক্ট উপস্থাপনে সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান অর্জন করেন।