ভবিষ্যতে ব্রাজিলের কোচ হতে চান থিয়াগো সিলভা।

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০২:২৯ অপরাহ্ন   |   খেলাধুলা


আউয়াল ফকির 

ব্রাজিলের লিজেন্ড ফুটবলারদের কোচের আসনে আসতে খুব একটা দেখা যায় না। ব্রাজিলের লিজেন্ড ফুটবলারের অভাব নেই, কিন্তু তাদের মধ্য থেকে কোচের পদে বসতে দেখা যায়নি কাউকেই। তবে সেই ধারা যেন ধীরে ধীরে ভাঙতে চলছে। ইতিমধ্যে রিকার্দো কাকা কোচিংয়ে ফেরার জন্য কাজ করে যাচ্ছেন। ডিফেন্ডার থিয়াগো সিলভাও যেন সেই কথাই জানিয়ে রাখলেন। বয়সটা ৩৭ পেরিয়ে গেছে। আরেকটি বিশ্বকাপের সময় থিয়াগো সিলভার বয়স হয়ে যাবে প্রায় ৪২। এই বয়সে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা মানে মরিচিকাকে আকড়ে ধরা। আর সেটা খুব ভালো করেই জানেন থিয়াগো সিলভা। তাই তো ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই সেন্টারব্যাক বিশ্বকাপ জয়ের আশা ছেড়ে দিয়েছেন। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিনি এই কথা বলেছেন। তবে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের আশা ছেড়ে দিলেও অন্য কোন ভাবে বিশ্বকাপ জিততে চান তিনি। বলেছেন, “দূর্ভাগ্যজনক ভাবে খেলোয়াড় হিসেবে আমি বিশ্বকাপ জিততে পারিনি। কে জানে, হয়তো ভবিষ্যতে অন্য কোন ভাবে জেতার সুযোগ আসতে পারে।

খেলাধুলা এর আরও খবর: