ঠাকুরগাঁওয়ে হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়েছে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কারবাল মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হরিপুর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার জামিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খল, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও–২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতিউর্জা চৌধুরী তুলা, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহসভাপতি ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের এবং স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ঠাকুরগাঁও সি এফ সি দল চ্যাম্পিয়ন ও সৈয়দপুর ফুটবল একাডেমি রানার্সআপ হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ৭৫ হাজার টাকা ও রানার্সআপ দলের হাতে ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।