কমলগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

 প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন   |   আইন-বিচার



জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। 

ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করনে কাজ করে থাকে বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৯মে) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসী ও হোটেলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 


উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণ করাসহ  

বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত রাধুনী হোটেল কে ৫ হাজার টাকা, ফুডল্যান্ড কে ৫ হাজার টাকা, এবং মাহীন ফার্মেসী কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


উক্ত অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

আইন-বিচার এর আরও খবর: