শার্শায় মহান স্বাধীনতা দিবস পালিত

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় যশোরের শার্শায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।


মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পুস্পস্তবক অর্পণ, এবং ঐতিহ্যবাহী শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত মাধ্যমে দিনের সূচনা করা হয়।


শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী,র সভাপতিত্বে শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধদের নিয়ে ইফতার মাফিলের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ।


বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ।

সারাদেশ এর আরও খবর: