বেনাপোল পোর্ট থানা এলাকায় র‍্যাবের অভিযানে ৩৯৬ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:০৬ অপরাহ্ন   |   সারাদেশ



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  


গ্রেফতারকৃতরা হলেন– পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের সিরাজুল গাজির ছেলে ইসরাফিল গাজি।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর সাবিব হোসেন।

র‍্যাব কর্মকর্তা মেজর সাবিব হোসেন জানান, গোপন সংবাদ পাওয়া যায়, মাধ্যমে বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামে স্থানীয় ওলিয়ার রহমানের মালিকানাধীন গরু ফার্মে বিক্রির জন্য ফেনসিডিল মজুদ করেছে মাদক কারবারিরা। এরপর মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে র‍্যাব। ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও ইসরাফিল গাজিকে গ্রেফতার করা হয়।


জব্দকৃত মাদক ও গ্রেফতারকৃদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদের যশোর জেল হাজতে পাঠায় পুলিশ।

সারাদেশ এর আরও খবর: