মোহাম্মদপুরে জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সিটিটিসি অভিযানে ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাংয়ের সক্রিয় সদস্য আটক-৫।

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ



মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ খ্রি.

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’ এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 


গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ লায়েছ (২৫) ২। মোঃ শাহিন ওরফে অটো শাহীন (২০) ৩। মোঃ শুভ (১৯) ৪। মোঃ আব্দুল আলিম (২৮) ও ৫। মোঃ মিলন হোসেন (২৮ )। 


রবিবার (১৩ জুলাই ২০২৫খ্রি.) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম। 


সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সারাদেশ এর আরও খবর: