বদরগঞ্জে নতুন উদ্যোগ: “সুরক্ষিত বাংলাদেশ” কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি
বদরগঞ্জ প্রতিনিধি:
বদরগঞ্জে শুরু হতে যাচ্ছে নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির একটি নতুন উদ্যোগ, নাম “সুরক্ষিত বাংলাদেশ”। এলাকাবাসীর অংশগ্রহণে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য—সমাজকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও সচেতন করে গড়ে তোলা।
আয়োজকদের মতে, কর্মসূচিতে থাকবে পথসুরক্ষা, আগুন থেকে নিরাপত্তা, অনলাইন নিরাপত্তা, পরিবেশ সচেতনতা, বিদ্যালয়ভিত্তিক নির্দেশনা এবং পরিবার–কমিউনিটি সহযোগিতা বাড়ানোর বিভিন্ন কার্যক্রম।
স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এই কর্মসূচি বদরগঞ্জে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।
আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেবেন।
