দৌলতপুর উপজেলা সমবায় কার্যালয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি :
আজ ১ লা ডিসেম্বর রোজ: সোমবার, ১০:০০ ঘটিকা হতে ২:০০টা পর্যন্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়- উপজেলা সমবায় কার্যালয় এ সমবায়ীদের অংশগ্রহণে, জেলা সমবায় কার্যালয়ের তত্ত্বাবধানে, দৌলতপুর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা সমবায় অফিসার, ফারজানা ফেরদৌস। প্রধান অতিথি ও তাহার লেকচারে এবং আগত সমবায়দের উদ্দেশ্যে বলেন- আপনারা শুধু ঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, আপনার সবাই মিলে ছোট ছোট কুটির শিল্প গড়ে তুলতে পারেন সেখানে ঝুঁকি কম আছে, লাভবান বেশি হওয়া যায়।
প্রশিক্ষণ কোর্সের সভাপতি ও উপজেলা সমবায় অফিসার অংশগ্রহণকারী সমবায়ীদের উদ্দেশ্যে বলেন- আপনারা ঋণ কার্যক্রমের পাশাপাশি মৎসচাষ, হাঁস মুরগি পালন, গরু খামার, এবং কৃষিজাত জমি বন্ধক ও ক্রয-বিক্রয়ের মাধ্যমে সমবায়ীরা স্বাবলম্বী হতে পারেন।
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন- জনাব মোঃ শহিদুল ইসলাম, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয় মানিকগঞ্জ , মোঃ সোহেল আহমেদ, প্রশিক্ষক ও অডিট অফিসার, জেলা সমবায় কার্যালয়, মানিকগঞ্জ।
সমন্বায়কের দায়িত্ব পালন করেন,মোঃ আবুল হোসেন, অডিট অফিসার, দৌলতপুর উপজেলা সমবায় কার্যালয়। প্রশিক্ষণে- বন্ধন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, মুহাম্মদ রবিউল আলম সহ: মোট ১৩ টি সমবায়ী প্রতিষ্ঠানের মোট ২৫ জন সমবায়ী সদস্য অংশগ্রহণ করেন।
