বদরগঞ্জে শিশুদের খেলার মাঠে গোবর ফেলে স্বাস্থ্যঝুঁকি, এলাকাবাসীর ক্ষোভ
বদরগঞ্জ প্রতিনিধি:
রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর মন্ডলপাড়া এলাকার ছোট শিশুদের একমাত্র খেলার মাঠে প্রতিনিয়ত গোবর ফেলা হচ্ছে। এতে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়মিতভাবে গরুর গোবর এই খেলার মাঠে ফেলে রাখছেন। এর ফলে মাঠে দুর্গন্ধ ছড়াচ্ছে, জমে আছে নোংরা ও ময়লা-আবর্জনা। এতে শিশুরা খেলাধুলা করতে পারছে না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
এলাকাবাসী জানান,
“এটা আমাদের বাচ্চাদের একমাত্র খেলার জায়গা। এখানে গোবর ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে। আমরা বহুবার বলেছি, কিন্তু কেউ শুনছে না।”
এ বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চান, দ্রুত গোবর পরিষ্কার করে মাঠটি শিশুদের খেলাধুলার উপযোগী করে তুলতে এবং ভবিষ্যতে যেন কেউ এখানে ময়লা ফেলতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করা হোক।
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই গুরুতর সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।
