খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ




মনা যশোর জেলা প্রতিনিধিঃ

আজ ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ৮:৩০ ঘটিকায় “সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। ইভেন্টটিতে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।


ম্যারাথনের রুট ছিল শিববাড়ি মোড়-জোড়াগেট-মহিলা কলেজ মোড়-বয়রা বাজার মোড়-পুলিশ লাইন্স মাঠ। 


ম্যারাথন ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, শারীরিক সক্ষমতা কেবল ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়, এটি কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের জন্য খুব জরুরি। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যা আমাদের কাজের দক্ষতা বাড়ায়, মানসিক দৃঢ়তা তৈরি করে এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। আজকের এই মিনি ম্যারাথন শুধু দৌড় নয়, এটি পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি পদক্ষেপ। 


মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: