রংপুরের বদরগঞ্জে ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি পদে আবেদন জমা
বদরগঞ্জে প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পালনের জন্য আবেদন জমা দিয়েছেন হাবিবুর রহমান হানিফ (বকশী)।
আবেদনপত্রে হাবিবুর রহমান হানিফ (বকশী) উল্লেখ করেন, তিনি গত ২ বছর ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচির প্রতি বিশ্বাস রেখে ছাত্র অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি সহ-সভাপতি পদে আবেদন করেন।
এ বিষয়ে হাবিবুর রহমান হানিফ (বকশী) বলেন,
“দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। দায়িত্ব পেলে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক নুর আহমেদ বলেন,
“হাবিবুর রহমান হানিফ (বকশী) গত ২ বছর ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। সংগঠনের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।”
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে আগামী দুই মাসের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
