রংপুরের বদরগঞ্জে ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদে আবেদন জমা দিলেন সাবেক আহ্বায়ক নুর আহমেদ

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ



রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে আবেদন জমা দিয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক নুর আহমেদ।

জানা যায়, ছাত্র অধিকার পরিষদের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচির প্রতি বিশ্বাস রেখে তিনি দীর্ঘদিন ধরে বদরগঞ্জ উপজেলা শাখায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এবং তৃণমূল পর্যায়ে ছাত্র অধিকার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে তিনি সভাপতি পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে নুর আহমেদ বলেন,

“আমি দীর্ঘ সময় ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছি। সুযোগ পেলে সবাইকে সঙ্গে নিয়ে বদরগঞ্জ উপজেলায় ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাদেশ এর আরও খবর: