করোনায় সন্দ্বীপ পৌরসভা নাজির হাট বাজারে সাংসদ মাহফুজর রহমান মিতা ‘ফ্রি সবজি বাজার"

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৯:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ


পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রতিনিধিঃ


করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশের ন্যায় সন্দ্বীপ ও  চলছে অঘোষিত লকডাউন। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।


কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে ‘ফ্রি সবজি’ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সন্দ্বীপ এর সাংসদ মাহফুজুর রহমান মিতা,সার্বিক তত্ববধানে ছিলেন পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি নাইম।শুক্রবার সন্দ্বীপ উপজেলা পৌরসভা নাজির হাট বাজারে এ কার্যক্রম  অনুষ্ঠিত হয়।


এ সময় প্রায় ১৫০ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করে।


সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরসভার নাজির হাট বাজারে মেইন রোডের পাশে সবজি দিয়ে সাজানো ৫টি টেবিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাহবুব এলাহি নাইম, পাশে রয়েছে ‘ফ্রি সবজি বাজার’ নামে ব্যানার। সদাই করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মাহবুব এলাহি নাইম একে একে টেবিলে থাকা সবজিগুলো পরিমাণ মত ব্যাগে ভরে তাদের হাতে দিচ্ছেন।


ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজারে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক,  কাঁচা মরিচ, ঢেড়শ,কাঁকরল,পটল,ছড়া,ধুন্দুল,শসা  সহ বিভিন্ন রকমের সবজি রয়েছে।


সবজি নিতে আসা পৌর এলাকার নাছির বলেন, ‘ব্যাগভর্তি সদাই পেয়েছি, কিন্তু কেউ টাকা চাইল না’। যা হোক পরিবার নিয়ে কয়েকদিন চলে যাবে।


সন্দ্বীপ উপজেলা  ছাত্রলীগের ত্রান ও দূর্যোগ  বিষয়ক  সম্পাদক  বলেন, গ্রামের প্রান্তিক কৃষকদের থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে করোনায় অসহায় কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছে     সাংসদ মাহফুজর রহমান মিতা। 


বাজারের বিখ্যাত ব্যাবসায়ী হরি মোহন রায় সাংসদ এর  এই উদ্যোগের বিষয়ে বলেন, করোনার বিস্তার ঠেকাতে মানুষ ঘরে অবস্থান করায় তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এই ক্লান্তিকালে ফ্রি সবজি বাজার দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই।


মাহবুব এলাহি নাইম এর কাছে জানতে চাইলে বলেন,এমন মহতি  উৎদোগ থাকতে পেরে আমি গর্বিত।আমি আমার প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করি।নেতার প্রতিটি কাজে এই ভাবে সব সময়  থাকতে চাই।মানবতার জয় হোক।

সারাদেশ এর আরও খবর: