যশোর বেনাপোলে শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহযোগীতা করলেন যশোরের পুলিশ সুপার

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,যশোর শার্শা উপজেলা প্রতিনিধিঃ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শহীদ বীর মোঃ আব্দুল্লাহ'র  বাবার হাতে নিজস্ব অর্থ তুলে দিলেন যাশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দীন আহম্মেদ। 


সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় গনপ্রাজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। উপদেষ্টা শহীদ আব্দুল্লাহর পিতা মাতা ভাই এর সাথে কথা বলার এক ফাঁকে এ আর্থিক সহযোগিতা করেন। যশোর জেলা পুলিশ সুপার এর সহযোগিতা করার দৃশ্য স্থানীয় গনমাধ্যম কর্মীদের নজরে আসে। বিষয়টি ছাত্র-জনতা সহ পরিবার ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি এই সহযোগিতার কথা নিশ্চিত করেন। তিনি বলেন এই সময় এই পরিবারের পাশে আমাদের এসপি মহোদয়ের মত সকলের এগিয়ে আসা উচিত।

সারাদেশ এর আরও খবর: