কালকিনিতে তিনজন প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধান প্রদান

 প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন   |   শিক্ষা


সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার কালকিনি মাদারীপুরের আয়োজনে তিনজন প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৩ মে)  সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনে উক্ত বিদায় সংবর্ধনা কর্মসূচীতে তাদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট)  তুলে দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। উপজেলার কালকিনি সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো খলিলুর রহমান, সৈয়দ আবুল হোসেন একাডেমির সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন , কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও কালকিনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মনিরুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামাল কালকিনি পৌরসভার জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। 

এসময়ে সৈয়দ আবুল একাডেমির সদ্য অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ চাকরি জীবনে শিক্ষকদের প্রতি তার তার অকৃত্রিম ভালবাসা প্রকাশ করেন। এবং নবীন শিক্ষকদের প্রতি সকল বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। 

অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, সমাজে শিক্ষকদের সম্মান সবার উপরে, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের হাত ধরে একজন শিশু অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় আলোকিত হয়, একজন মহান শিক্ষক শুধু মাত্র পাঠ্যপুস্তকই শিক্ষায় দেন না বরং নৈতিকতা মূল্যবোধ এবং সঠিক নির্দেশনা প্রদান করে থাকেন। তাই শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান সমাজের প্রতিটি মানুষেরই নৈতিক দায়িত্ব।

শিক্ষা এর আরও খবর: