ডাসারে স্কুলে হাজিরা খাতায় স্বাক্ষর করেও স্কুলে না থাকার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন   |   শিক্ষা


কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যাক্তিগত কাজে বিদ্যালয়ের বাহীরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে, এতে করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ায় তীব্র ক্ষোভ যানিয়েছে অবিভাবক ও এলাকাবাসী।

অবিভাবক ও স্থানীয় সূত্রে যানা যায়, উপজেলার ডাসার ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন তালুকদার বিদ্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রায়ই তার ব্যাক্তিগত প্রয়োজন বিদ্যালয় থেকে চলে যান। 

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক সুমন তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অসুস্থ থাকায় স্কুলের অফিসিয়াল কাজ আমার করতে হয়। এছাড়াও  আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাই শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কাজে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারি শিক্ষা কর্মকর্তা বিভিন্ন কাজে আমাকে ডাকে তাই আমাকে মাঝে মাঝে বিদ্যালয়ের বাহিরে যেতে হয়, তবে বিষয়টি সাথে সাথে আমি প্রধান শিক্ষককে জানিয়ে দেই।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসিমা বেগম বলেন, প্রধান শিক্ষক এবিষয়ে কোন অভিযোগ করলে, বিষয়টি তদন্ত করে উপর্যুপরি ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা এর আরও খবর: