আমি লাশ হতে রাজি কিন্তু দাস হতে রাজি না' লালপুরে.ডাঃ রাজন

'
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন 'চাল, ডাল, তেল ও নুনের মত রাজনীতির মাঠে কোন সিন্ডিকেট থাকতে পারবে না।৫ আগস্ট এর পর প্রশাসন ও রাজনীতিতে কমিশন ভিত্তিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ধ্বংস করা হবে, আর এ জন্য আমি লাশ হতে রাজি আছি, কিন্তু আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নই। তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা শুধু মাত্র বিএনপির ইশতেহার নয়, তারেক রহমানের ৩১দফা বাংলাদেশের মুক্তির রূপরেখা। শনিবার (২৮জুন) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ রাজন আরো বলেন, সেখ হাসিনা বিগত ১৭বছর চেষ্টা চালিয়েও যখন বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, তখন কোন শক্তিই বিএনপিকে আর ধ্বংস করতে পারবেনা।
লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ স্থল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে পরিনত হয় জনসমুদ্রে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আসলাম, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম রেজা ভূবন,উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট প্রমূখ।