বদরগঞ্জে ভেজাল দুধ বিক্রি: সাধারণ মানুষের স্বাস্থ্যে মারাত্মক হুমকি

 প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:০১ অপরাহ্ন   |   অপরাধ




বদরগঞ্জ, প্রতিনিধি

বদরগঞ্জে কিছু মিল্ক ভিটা এজেন্ট রাতে দুধের সঙ্গে সাদা পাউডার ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

এই ভেজাল দুধ দিয়ে মিষ্টি ও বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে যা খেয়ে হাজার হাজার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে এ ধরনের দুধ বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক।

তারা দ্রুত প্রশাসনের কাছে এই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি—

দ্রুত এই ভেজাল দুধের স্রোত বন্ধ করে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করুন।

সাধারণ মানুষকে সচেতন করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অপরাধ এর আরও খবর: