বদরগঞ্জ রেলস্টেশনে পুরনো ঢালাইয়ের উপর নতুন ঢালাই — কাজের মান নিয়ে প্রশ্ন স্থানীয়দের
বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনে প্ল্যাটফর্মে পুরনো ঢালাইয়ের উপর নতুন করে ঢালাই কাজ চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।
স্থানীয়রা অভিযোগ করছেন, পুরনো ঢালাই ও ইটের গাঁথুনি না ভেঙে তার উপর নতুন ঢালাই দেওয়া হলে কাজটি দীর্ঘস্থায়ী হবে না। অনেকের ধারণা, এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং অল্প দিনের মধ্যেই প্ল্যাটফর্মের ঢালাই আবার ভেঙে যেতে পারে।
ছবিতে দেখা যায়, প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে পুরনো ঢালাইয়ের উপরই নতুন সিমেন্ট ঢালা হচ্ছে, যেখানে পুরনো ফাটল ও ক্ষয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
একজন স্থানীয় যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,এইভাবে কাজ করলে কয়দিন টিকবে? পুরনো অংশ তুলে নতুন করে ঢালাই দিলে ভালো হতো।”
স্থানীয়দের দাবি, কাজের মান নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষের তদারকি বাড়ানো দরকার। অনেকেই প্রশ্ন তুলেছেন— কাজটি কি নিয়ম মেনে হচ্ছে, নাকি কেবল দেখানোর জন্যই চলছে?
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
