উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার বিদায়ী সংবর্ধনা

 প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ



স্টাফ রিপোর্টার 



নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার জনাব শারমিন সুলতানাকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলার সকল কৃষি উন্নয়ন সমিতি।



রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মারদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার হুসনিয়ারা খাতুন  এবং বিএডিসির সহকারী প্রকৌশলী জিয়াউল হক।



বক্তারা বলেন, বিদায়ী কৃষি অফিসার শারমিন সুলতানা বড়াইগ্রামে দায়িত্ব পালনকালে কৃষকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষি খাতে অভাবনীয় উন্নয়ন সাধন করেছেন।



পরে তাকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী প্রদান করে বিদায় জানানো হয়।

সারাদেশ এর আরও খবর: