সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় চাঁদা আদায়ের টাকা সহ আটক-৮।

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (রবিবার): গতকাল আনুমানিক রাত ৮ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চাঁদা আদায়ের টাকা সহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল।


অন্যদিকে গতকাল বিকেল ৩টায় উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায়  পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মোঃ মিলন ও তার ৫ জন সহযোগী গ্রেফতার হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন মোঃ সেলিম রানা, মোঃ সাইদুল ইসলাম, মোঃ কাজিম উদ্দিন, মোঃ আব্দুর রহিম মান্নান এবং মোঃ রিপন।


সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সারাদেশ এর আরও খবর: