গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুথান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ।

আবু নাইম, স্টাফ রিপোর্টার গোমাস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুথান দিবস সমুহ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই) বিকাল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানার(ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাজু চৌধুরী, উপজেলা এলজিডি কর্মকর্তা, আছহাবুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেনসহ আর ও উপস্থিত ছিলেন জুলাই- আগস্ট অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য ১৬ জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে সভা ও রেলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, আলোচনা সভা দোয়া খায়েরসহ জুলাই গনঅভ্যুথানে নানান কর্মসুচি গ্রহণ করা হয়।