যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে রিক্সা চালককে জুস পান করিয়ে রিক্সা ছিনতাইকালে গ্রেফতার-২।

মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
ইং-০৯/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন দড়াটানা মোড় হতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুইজন ব্যক্তি তিন ঘন্টা রিক্সায় ঘোরাঘুরি করবে এবং তারা রিক্সা চালককে ৫০০/- টাকা দিবে বলে একটি রিক্সা ভাড়া করে। রিক্সা চালক সরল বিশ্বাসে তাদের নিয়ে রিক্সায় করে ঘুরতে থাকে এবং আরবপুর মোড় থেকে জুস কিনে খায় ও রিক্সা চালককেও জুস খাওয়ায়। ঐদিন রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কুয়াদা গ্রামস্থ শ্মশান ঘাটের সামনে পাকা রাস্তার পাশে পৌছালে রিক্সা থামাতে বলে এবং ধারালো চাকু দিয়ে রিক্সা চালককে ভয়ভীতি প্রদর্শন সহ আঘাত করতে গেলে রিক্সা চালক প্রাণে বাঁচার জন্য ডাক-চিৎকার দিলে তাৎক্ষনিকভাবে স্থানীয় জনসাধারন আসামী মোঃ পারভেজ ও মিষ্টি ইসলাম দ্বয়কে আটক করে এবং ভিকটিমের নিকট থেকে ঘটনার বিবরণী শুনে পুলিশে খবর দেয়। উক্ত এলাকায় রাত্রীকালীন টহলরত পুলিশ- এ্যাপোলো-১১ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ)/কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স চিৎকার শুনে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারনের সহায়তায় আসামীদ্বয়কে আটক করেন এবং ভিকটিমকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে এসআই(নি:) দেবাশীষ হালদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ পারভেজ এর হেফাজত হতে একটি ধারালো চাকু এবং অন্যান্য আলামত জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ইং-১০/১০/২০২৫ তারিখ বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ পারভেজ (২৪)
পিতা-মৃত জাফর আলী
স্থায়ী সাং-চাড়াভিটা থানা-বাঘারপাড়া
জেলা-যশোর।
২। মিষ্টি ইসলাম (২১)
পিতা-জহুরুল ইসলাম
সাং-বাউলিয়া হামিদপুর
থানা-কোতয়ালী
জেলা-যশোর।