গুইমারায় বিএনপির নির্বাচনী প্রচারণা: ওয়াদুদ ভূইয়ার পক্ষে ভোট চাইলেন নেতারা।

মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি):-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সভা করেছে গুইমারা উপজেলা বিএনপি।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট প্রদানে জনগণকে আহ্বান জানানো হয়।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়ার দিকনির্দেশনায় গুইমারা বাজার এলাকায় এই গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সহ-সভাপতি আবুল কাশেম, নবী হোসেন, শেখ মো. ইব্রাহিম, এসএম মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ'সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন,
“পাহাড়ের মানুষ আজ পরিবর্তন চায়। তারা আবারও ওয়াদুদ ভূইয়াকে সাংসদ হিসেবে দেখতে চায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পাহাড়ে যে উন্নয়ন করেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ তার অর্ধেকও করতে পারেনি। উন্নয়নের জন্য পাহাড়ে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই।”
বক্তারা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে জনগণকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান, লিফলেট বিতরণ ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী উৎসাহ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রাখেন।