রাজৈরে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ও ঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন   |   সারাদেশ



রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা:

রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল মৃধাবাড়ি নিবাসী আবুল বাসার মৃধাকে নিজ পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ও ঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আজ সোমবার দুপুরে পূর্ব স্বরমঙ্গল গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানবন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার মৃধার ভাই ফারুক মৃধা । ফারুক মৃধা জানান , আমার ভাই ঘর না থাকায় এই শীতকালে তাঁবু টানিয়ে ছোট সন্তান ও স্ত্রী নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছে । কিন্তু প্রভাবশালী মিজানুর মৃধা জাল কাগজ বানিয়ে মিথ্যা মামলা দিয়ে ১৪৪ধারা জারি করে ঘর তৈরিতে বাধার সৃষ্টি করছে । এমতাবস্থায় মানবিক কারণে নিজের পৈতৃক ভিটায় ঘর তুলে আবুল বাশার যেন থাকতে পারে তার সুব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানান । 


তারিখ:১৯/০১/২৬

এফ আর মামুন

মোবাইল:০১৭১১৩৭৯৭১৫

সারাদেশ এর আরও খবর: