কয়রা উপজেলার আইনজীবীদের সাথে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন   |   রাজনীতি


বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে কয়রা উপজেলার বিজ্ঞ আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি (রোববার) কয়রা উপজেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কয়রা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শেখ আকবর হোসেন বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকার রক্ষায় আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের ন্যায়পরায়ণতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এজন্য তিনি সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল আচরণ কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ইসলামী সমমনা দলগুলোর ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদে কুরআন হাদিসের শাসনতন্ত্র বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। পতিত ফ্যাসিস্ট সরকারের সাজানো-পাতানো নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে চায়। স্বৈরাচার শাসকরা আইনের বিভাগ, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিলো। কিন্তু ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র যন্ত্রের রাষ্ট্রনায়ক হতে শুরু করে আইনজীবীদের ভূমিকা অপরিসীম। কয়রা-পাইকগাছা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা প্রয়োজন। আর সাধারণ মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সহ আমাদের সকল সহযোগী সংগঠন রাতদিন কাজ করছে। আগামীতে জামায়াতে ইসলামী আইনজীবী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় শুধুমাত্র কয়রা-পাইকগাছা নয় সারাদেশে জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাল্লাহ।

সভায় উপস্থিত আইনজীবীরা এলাকার বিভিন্ন সমস্যা, বিচারপ্রক্রিয়ার বাস্তব চ্যালেঞ্জ ও আইন পেশার উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ সহ আইনজীবী ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজনীতি এর আরও খবর: