রাজধানীর দিয়াবাড়ি-কোনাবাড়ি এলাকায় রাস্তায় স্থাপিত কাঁচাবাজার উচ্ছেদ অভিযান ও মালামাল এতিমখানায় দান

 প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন   |   প্রশাসন


মনা নিজস্ব প্রতিনিধিঃ

আজ ১৪ মে ২০২৫ খ্রি. সকাল ০৭.০০ ঘটিকায় রাজধানীর দিয়াবাড়ি-কোনাবাড়ি এলাকায় রাস্তার ওপর স্থাপিত কাঁচাবাজার উচ্ছেদে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট , ট্র্যাফিক দারুসসালাম জোন ও সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে যে সকল দোকান রাস্তা থেকে সরিয়ে দেয়ার বারবার নির্দেশ দেয়ার পরও রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়নি তাদের উচ্ছেদ অভিযান পরিচালনাকালে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের তত্ত্বাবধানে  ট্র্যাফিক দারুসসালাম জোন ও সেনাবাহিনী সে সকল দোকান থেকে মালামাল জব্দ করে এবং উক্ত মালামাল সামগ্রী এতিমখানায় দান করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রশাসন এর আরও খবর: