ঢাকা জেলার সাভার থানা অভিযানে সালেহপুর ব্রীজের নিকট অটোরিক্সার যাত্রী কাছ থেকে

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন   |   সারাদেশ



১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধারসহ গ্রেফতার ১ জন।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার মডেল থানার একটি চৌকষ টিম ০৬/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ২১.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন সালেহপুর ব্রীজের নিকট উল্টো পথে আসা অটোরিকশায় চেকপোস্ট করে অটোরিকশার যাত্রী আসামী ১। মোঃ টুটুল (৩৪), পিতা-মৃত লিয়াকত আলী, সাং-মেলারটেক কাউন্দিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১টি পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ০১টি ম্যাগজিন ও ১টি গুলির খোসাসহ গ্রেফতার করেন। উক্ত অস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আসামী টুটুল জানান যে, তিনি পলাতক আসামী ২। মোঃ আল আমিন এবং ৩। মোঃ জুয়েল মিয়া নামক দুইজনের নিকট হতে সংগ্রহ করেছে এবং উক্ত পিস্তল দ্বারা পলাতক আসামীদ্বয়কে সঙ্গে নিয়ে ধর্তব্য অপরাধ সংঘটনের পরিকল্পনার ছিল মর্মে স্বীকার করেন। উক্ত ঘটনায় সাভার মডেল থানার মামলা নং-২১, তারিখ-০৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-19A/19(f) The Arms Act, 1878 রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে । পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।


প্রেস রিলিজ

তারিখ-০৭/০৭/২০২৫ খ্রিঃ

জেলা পুলিশ, ঢাকা ।

সারাদেশ এর আরও খবর: