সলঙ্গায় অসুস্থ সমেদান পেল চিকিৎসা সহায়তা

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জের সলঙ্গায় অসুস্থ্য,বিধবার পাশে দাঁড়ালেন হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটি।আজ শনিবার বেলা ২ টায় বাংলাদেশ হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটির টাঙ্গাইল শাখার নেতৃবৃন্দ অসহায় বিধবা সমেদানের হাতে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকার চেক তুলে দেন ।দৈনিক সংগ্রাম সলঙ্গা প্রতিনিধি ফারুক হোসেনের আয়োজনে চেক বিতরণপুর্ব সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সময়ের কথা ২৪ ঘন্টা নিউজ লাইফ টিভির ডিরেক্টর

মতিয়ার রহমান,সাধারন সম্পাদক সেলিম রেজা,নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি লিখন আহমেদ,দৈনিক মানব জমিন প্রতিনিধি কারিকুল ইসলাম,দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হোসেন আলী,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সোহেল রানাসহ স্থানীয় অনেকে।উল্লেখ্য,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য,দৈনিক সংগ্রাম প্রতিনিধি ফারুক আহমেদ সলঙ্গার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের অসুস্থ্য,বিধবা সমেদানকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অন লাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এর নজরে আসে।তাই সহায়তা করতে ছুটে আসেন মানবাধিকার সংগঠরমন হিউম্যান রাইটস্ এ্যান্ড প্রেস সোসাইটির দল।

সারাদেশ এর আরও খবর: