নারায়ণগঞ্জ মহোদয় কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ন   |   সারাদেশ




মনা নিজস্ব প্রতিনিধিঃ

আজ ০৬/০৭/২০২৫ খ্রি. নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের

কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল সংবর্ধনা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। ২৪ জন পুরুষ এবং ০১ জন নারীসহ মোট ২৫ জন টিআরসি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য যথাক্রমে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার এবং রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার যাচ্ছে। এই সময়ে পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নির্বাচিত প্রার্থীদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান । পুলিশ সুপার মহোদয় আরো বলেন, "শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে হবে যাতে পরবর্তীতে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারো।"


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব ইসরাত জাহান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানাসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: