কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
"পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার (এমসিএইচ এফপি) ডাঃ আবুদল্লাহ আকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রকৌ. আরিফুল ইসলাম, সহকারী কল্যাণ কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সদর ক্লিনিক সহ বিভিন্ন ষ্টেক হোল্ডারগন ও সাংবাদিক বৃন্দ।
