কালকিনিতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
পুলিশ জানান, বুধবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকা থেকে মোঃ মেহেদী হাসান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মেহেদী হাসান উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।