বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ।

 প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ


নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার 

স্টাফ রিপোর্টার


নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বনপাড়া বাজার প্রদক্ষিণ করে পৌরসভার গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সামিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক  মাহাবুব সরদার, সদস্য সচিব নুহু ইসলামসহ অন্যান্যরা। 


এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। দেশের মানুষ আর আওয়ামী লীগের নাম শুনতে চায় না। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি করেন তারা।

সারাদেশ এর আরও খবর: