নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত।

লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ
কোরআন তেলোয়াত, দোয়া ও আলোচনাসভার মধ্যে দিয়ে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ঐতিহাসিক ৫ মে, গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর আয়োজনে মিলের শহীদ সাগর চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা প্রশাসক ফরিদ হোসেন ভূইঁয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুল কবীর, সুগার মিল শহীদ পরিবার ফোরাম ৭১ এর সভাপতি ফরহাদুজ্জামান রুবেল, সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জল,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,সিাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মানিক, শহীদ পরিবারের সদস্য শাহিন আল হাসার তালুকদার,আখ চাষি নেতা আনছার আলী দুলাল, বীর মুক্তিয়োদ্ধা সামসুল ইসলাম প্রমূখ। এসময় অনস্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুগার মিল শহীদ পরিবার ফোরাম ৭১ এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম (লিটন),নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা, কর্মচারি, সিবিএ নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
আলচনাসভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ৫ মে তৎকালীন পাকিস্থানি হানাদার বাহীনিরা মিলের তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিম সহ মিলের ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে বর্তমান শহীদ সাগরের পুকুরে হত্যা করে। ২০১৮ সালে আনোয়ারুল আজিমকে শহীদ হিসাবে রাষ্টীয় স্বীকৃতি প্রদান করলেও বাকি ৪১ জন আজ পর্যন্ত শহীদি মর্যদা পাননি। তাই বাকি শহীদদের রাষ্টীয় স্বীকৃতী দানের জন্য সরকারের প্রতি দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনাসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।