নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করেন বিএনপি নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) ।

মোঃ সাদেক আহমেদ আকাশ ৪/০৫/ ২০২৫ রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া। নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম রাজিব ভূইয়া।
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সদস্য মাওলানা ফরহাদ হোসেন ফরিদী কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী, সদস্য নূর আলম, দপ্তর সম্পাদক মুমিন।প্রধান অতিথি রাজিব ভূইয়া শিক্ষা ও ক্রিয়া ক্ষেত্রে অবদান রাখায় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সহসভাপতি মোঃ রকিব উদ্দিন নয়ন ও যুগ্ম সম্পাদক শাহ আলম খন্দকার।
নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাজী নুরুল ইসলাম,পৌর বিএনপির - ৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুল আহাদ, ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক ডাক্তার ডাঃ সোহেল , চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর বিএনপি'র তথ্য সম্পাদক শামীম, ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বাদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদস্য সুমন, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম , ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন,
প্রধান অতিথি রাজীব ভূঁইয়া বলেন, "আমি জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক আদর্শকে ধারণ করি, আমি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী। আমি ইতিমধ্যে আমার দলের হয়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করছি, আমি আশা করি আমার দল আমাকে মূল্যায়ন করবেন, আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি।"
এ সময় উপস্থিত ছিলেন সাদেক হোসেন আকাশ, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সুমন পাল,আনোয়ার হোসেন, জামির হোসেন, সাংবাদিক লিটন মেম্বার, সাংবাদিক সোহেল খান, নারগিস আক্তার, আলাউদ্দিন আকাশ, আনোয়ার হোসেন,