উত্তরায় ব্লুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

ব্লুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি চলছে।
SSC পরীক্ষায় জাতীয় পর্যায়ে সমগ্র ঢাকা বোর্ডে ৩ বার (বোর্ড স্ট্যান্ড) বোর্ড ট্যালেন্টপুল বৃত্তি লাভ। জাতীয় শীর্ষ মেধাস্থান ৫৫, ৩৩, ৬৫ প্রাপ্ত গোল্ডেন A+ সহ ২৫ বছর ধারাবাহিক ১০০% পাস। ৩৫ বছরের শীর্ষ মেধাস্থানের ঐতিহ্যের ধারক ও বাহক গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান মোশারফ স্কুল ওয়েলফেয়ার ট্রাস্টের অঙ্গ প্রতিষ্ঠানের ব্লুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজ।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা:
১। প্রথম ৫০ জন শিক্ষার্থীকে MNMM ফাউন্ডেশন কর্তৃক ৫০% - ১০০% বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা।
২। SSC গোল্ডেন A+ প্রাপ্ত শিক্ষার্থী ও A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি অধ্যয়নের সুযোগ।
৩। HSC গোল্ডেন A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ২০,০০০/- ও A+ প্রাপ্ত শিক্ষার্থীকে ১০,০০০/- পুরস্কারের ব্যবস্থা।
ব্লুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজের বৈশিষ্ট্য:
১। সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাস ও আবাসন সুবিধা।
২। কর্মজীবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।
৩। অতি অল্প খরচে আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ।
৪। একটি সেবামূলক ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান।
বি: দ্র: পছন্দের তালিকায় ব্লুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজকে (EIIN: 137673) ১ নম্বরে রেখে আবেদন করুন আবেদনের জন্য যোগাযোগ করুন: ০১৭৩৬-১৫৩৪৪৩ (Whatsapp)।
যোগাযোগ: প্লট-২৮, রোড-০১, সেক্টর-১০, ফুলবাড়িয়া রোড, উত্তরা (তুরাগ), ঢাকা ফোন: ০১৭৩৬-১৫৩৪৪৩, ০১৬৪৪-৪৪২৯৩০, ০১৯৭৪-০১১৩০৪, ০১৯৯৯-৯৭৬৬২৫।
মোশারফ স্কুল এন্ড কলেজ ও বুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজের পরিচালকের কথা
সকল প্রশংসার মালিক আল্লাহ। বড় আদরের প্রিয় শিক্ষার্থী আস্থাপূর্ণ সম্মানিত অভিভাবক, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সচেতন বুদ্ধিজীবী শিক্ষাবান্ধব শুভাকাঙ্ক্ষী সুধীবৃন্দ, আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুভকামনা করছি। আপনারা জানেন যে, ১৯৯২ খ্রী: শিক্ষা সুবিধা বঞ্চিত এলাকা থাকা সত্ত্বেও অভিভাবকের লালিত স্বপ্ন, মাইল ফলক পদক্ষেপ, কাঙ্খীত ইচ্ছা পূরণে গুণগত শিক্ষা-সেবার মান দুর্বল/সবল প্রতিটি শিক্ষার্থীর বেসিক সুপ্ত প্রতিভা অর্জনের স্বার্থে যা যা প্রয়োজন প্রায় তিনযুগ যাবৎ নির্ভীক ও আন্তরিকতার সহিত বাস্তবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছি।
তারই বহি:প্রকাশ সমগ্র ঢাকা বোর্ডে ৩ বার (বোর্ড স্ট্যান্ড) বোর্ড ট্যালেন্ট পুল বৃত্তি জাতীয় মেধাস্থান ৫৫, ৩৩, ৬৫ অর্জন করছি। গোল্ডেন A+ সহ দীর্ঘ ২৫ বছর যাবৎ ধারাবাহিক বাঁধভাঙা শীর্ষ ফলাফল ও শতভাগ পাস ঢাকা বোর্ডকে দিতে পেরে আপনাদের সাথে নিয়ে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি।
২০২৪ সালের অসাধারণ বাঁধভাঙা গোল্ডেন A+ সহ শতভাগ পাস তাই প্রমাণ করে। বেশি দাবি করছি না। সত্য চিরকালই সত্য। বাগানে অনেক মালি থাকতে পারে কিন্তু বড় ফুল ফোটানোর দক্ষতা সবার সমান নয়।
প্রিয় সুধীবৃন্দ, অত্র বিদ্যালয়ের বাঁধভাঙা ফলাফল নতুন কিছু নয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি যুদ্ধে বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, টিএনও, ব্যারিস্টার, অ্যাডভোকেট সহ দেশের ভিতর ও দেশের বাহিরে বিভিন্ন পেশাগত দক্ষতায় সেরাদের সেরা বাস্তবে প্রমাণ করে আসছে। দেশের সুনামধন্য শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সকল সুনামধন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, চুয়েট, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, রাজউক কলেজ সহ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি যুদ্ধে প্রায় ২২০০+ শিক্ষার্থী যোগ্যতার প্রমাণ করে আসছে।
২০২৪ সালের গোল্ডেন A+ সহ শতভাগ ফলাফল মোশারফ স্কুল এন্ড কলেজ, তুরাগবাসী ও উত্তরাবাসীর সম্মান নিঃসন্দেহে বৃদ্ধি করেছে। মোশারফ স্কুল এন্ড কলেজ সর্বজন সমাদৃত ও নন্দিত। দক্ষ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী সচেতন অভিভাবকবৃন্দ শিক্ষাবান্ধব প্রিয় এলাকাবাসী, তুরাগবাসী ও উত্তরাবাসীর সমন্বিত প্রয়াসে দিন দিন শিক্ষার্থী, অভিভাবকের কাঙ্ক্ষিত ও পছন্দের কেন্দ্র বিন্দুতে পরিণত ও মাইলফলক উন্নয়নে ত্বরান্বিত হয়ে আসছে। যাহা সম্মানিত অভিভাবক, বিজ্ঞ এলাকাবাসী শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষাবান্ধব তুরাগবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়ার ভিত্তিতে।
প্রিয় তুরাগবাসী, আপনাদের লালিত স্বপ্ন কাঙ্ক্ষিত ইচ্ছাপূরণে শীর্ষ গুণগত শিক্ষা-সেবার মান ধারাবাহিক অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়ার বিকল্প নেই। অসাধারণ বাঁধভাঙা জাতীয় শীর্ষ মেধাস্থান ও শতভাগ ফলাফলের অব্যাহত শীর্ষ মেধাস্থানের ঐতিহ্যের সন্ধানে বাস্তব নির্ভীক শিক্ষা প্রতিষ্ঠান মোশারফ স্কুল এন্ড কলেজ ও রুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজ আরো একধাপ অগ্রযাত্রায় সম্মানিত অভিভাবকগণ এলাকাবাসী, তুরাগবাসী ও উত্তরাবাসীর অবদান কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। শুভকামনা। শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ধন্যবাদান্তে-
ডা: মাহথির মুহাম্মদ আসিফ
এম বি বি এস (ঢাকা), এম.পি.এইচ
প্রাক্তন নটরডেমিয়ান (বোর্ডস্ট্যান্ড)
বোর্ড ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত জাতীয় মেধাস্থান-৫৫
পরিচালক
মোশারফ স্কুল এন্ড কলেজ ও বুমিং ফ্লাওয়ার ইন্টা: কলেজ। স্থাপিত: ১৯৯২ ইং, সেক্টর ১০, রোড -১, ফুলবাড়িয়া, তুরাগ (উত্তরা) ঢাকা।
ইমেইল: [email protected]
মোবাইল:- 01736153443