সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজ অধ্যক্ষসহ ১০ কারাগারে।

 প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:০২ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের  সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ মোট ৯ জন বৈষম্য বিরোধী ছাত্র  শিহাবের বাবার দায়ের করা মামলায় কারাগারে।গত ৪ মে অধ্যক্ষ শাহেদ আলী ও নলকা ইউ পি চেয়ারম্যান ও নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক হোসেন,সাবেক সাধারন সম্পাদক আ: ছাত্তার,মাহমুদুলসহ ৯ জন হাইকোর্টের আগাম জামিন শেষে গতকাল বিজ্ঞ জেলা দায়রা আদালতে হাজিরা দিলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা যায় ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার কুটির চর গ্রামের রাস্তায় নলকা ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে তার বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে। সেই হামলায় নলকা সেনগাঁতী গ্রামের  শামীম হোসেনের ছেলে শিহাব গুরুতর আহত হয়। তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করে।জরুরী চিকিৎসায় শিহাব মৃত্যুর হাত থেকে বেঁচে যান বলে তার পিতা জানান ।এই ঘটনায় শিহাবের পিতা মামলা দায়ের করেন।

আসামীগণ দীর্ঘদিন নানা টালবাহানা করে সময় ক্ষেপন করলেও অবশেষে আইনের হাতে বন্দি হয়ে অধ্যক্ষ শাহেদ, ইউপি চেয়ারমান সিদ্দিক,সুলতান, শহিদুলসহ ৯ জনকে কারাগারে প্রেরণ করেন। প্রকাশ থাকে যে,সুচতুর দূনীর্তিবাজ অধ্যক্ষ শাহেদ আলী ও সিদ্দিক হোসেনের বিরুদ্ধে কোটি টাকার দূর্নীতির তদন্ত চলছে। অধ্যক্ষ শাহেদ আলী তার কলেজের সহকারী অধ্যাপক সালমা খাতুন যিনি আমেরিকা প্রবাসী তার ৫ বছরের বেতন ভাতার টাকা উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন বলেও জানা যায় ।এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান।

সারাদেশ এর আরও খবর: