ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

 প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ






মুহাইমিনুল ইসলাম হৃদয় 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী এ নেতা।

সোমবার (০৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে বলেন, ১ বছর আগে বামনহাটা, ছাব্বিশা, বাগবাড়ীসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের নিকট থেকে পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেওয়ার কথা বলে অর্থ নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুককে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত দিতে বলি। 

এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায় ও চাঁদা দাবির অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করায় গত রবিবার (০৪ মে) আমার ছেলে প্রান্তের উপর ফারুক বামনহাটা বাজারে হামলা চালিয়ে মারধর করে। এ সময় ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। তখন আমি ঘটনাস্থলে ছিলামই না। 

পৌর বিএনপির বিএনপির এই নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টো ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। 

টিউবওয়েল ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামে ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টো আরও অর্থ দাবি করে সে। পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সাথে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। 

এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।



ক্যাপশন: টাঙ্গাইলের ভূঞাপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বিএনপি নেতা লাল মামুদ খাঁনের সংবাদ সম্মেলন।



মোবাইল: ০১৭৩৩-২৯৪৯০৬

তারিখ: ০৫-০৫-২০২৫ ইং।

সারাদেশ এর আরও খবর: