ডাসার উপজেলায় গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের ডাসার উপজেলায় ৩১০ গ্রাম গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ডাসার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা নবগ্রাম ইউনিয়নের শশীকর গ্রামের মৃত অনিক মল্লিকের ছেলে অশোক মল্লিক ও তার স্ত্রী শান্তি মল্লিক।
পুলিশ জানায়, রবিবার (২১ জানুয়ারী) দুপুর ১:৩০ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীকর গ্রামে তার নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৫৭৫০ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের বিরোদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।