কালকিনিতে চার জুয়ারিকে সাতদিনের কারাদণ্ড

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক  

মাদারীপুরে কালকিনিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চার জুয়ারিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৩ এপ্রিল) কালকিনির  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন কালকিনি পৌরসভার গোপালপুরের অমর সরকার (৫২), আবু কালাম সরদার (৫৪), গোষ্টু কর্মকার‌ ও   সোহরাব ব্যাপারী। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, বিকালে গোপালপুর বাজারে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চারজনকে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে ০৭( সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এসময় কালকিনি থানার এস আই বিরাজ দাশ নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

অপরাধ ও আইন এর আরও খবর: