কালকিনিতে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
পুর্বশত্রুতার জের মাদারীপুরের কালকিনিতে জয়নাল আবেদীন সরদার (৪৬) নামে এক কৃষকের বসতঘরে রাতের আধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
অগ্নিসংযোগকালে ঘরের ভেতর থেকে নগদ ৫ হাজার টাকা ও ৮টি ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে করে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাযায়। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার ক্ষুদ্রচর গ্রামের কৃষক জয়নাল আবেদীন সরদার জরুরী কাজে ঘরের বাহিরে থাকায় এ সুযোগে ভোর রাতে আগুন দেয় একদল দুর্বৃত্তরা।
এসময় ঘরের ভেতর থেকে ৮টি ছাগল নগদ ৫ হাজার টাকা ও দুইটি পানির পাম্প লুট করে। তারা চলে যাওয়ার সময় ঘরে অগ্নিসংযোগ করে করে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী জয়নাল আবেদীন সরদার কান্না জরিত কন্ঠে বলেন, পুর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আমার বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই করে দিয়ে গেছে। ঘরে থাকা সদ্য তোলা রবি শস্য আগুনে পুরে যায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি মামলার করার প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।